এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে তা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে।এশিয়া কাপ ২০২৫কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিলো। এবারের এশিয়া কাপে ব্যাকআপ ওপেনার ছাড়াই ওপেনিং খেলার চিন্তা করছে বাংলাদেশ। নির্দিষ্ট দুজন ওপেনারকেই এবার সুযোগ দেওয়া হবে। তারা হলেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হাসান ইমন। লিটন কুমার দাস দলের প্রয়োজনে ওপেনিং এ যেতে পারেন। নাইম শেখ এর নাম এলেও তাকে দলে নেওয়ার কথা ভাবছে না। গেল পাকিস্তান সিরিজের সময় ঘন ঘন ওপেনিং পরিবর্তনের কারনে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় এবার ব্যাটিং এ স্থিরতা আনতে এই কৌশল।

মিডল অর্ডারে জাকের আলী অনিক, তাওহীদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে শক্তিশালী মিডল অর্ডার ভিক্তি। তাওহীদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিং ও শামীম হোসেন পাটোয়ারীর পাওয়ার হিটিং দুজনকেই কার্যকর করে তুলেছে। জাকের আলী অনিক ঠাণ্ডা মাথার ফিনিসার হিসাবে নজরে এসেছেন।

স্পিন বিভাগে তিন ধরনের ভিন্ন স্পিনার নিয়ে গড়া হচ্ছে আক্রমণভাগ। মেহেদী হাসান মিরাজ ( অফ স্পিন), নাসুম আহমেদ ( লেফট আর্ম স্পিন) এবং রিশাদ হোসেন ( লেগ স্পিনার)। শেখ মেহেদী হাসান স্কোয়াডের বাহিরে রয়েছেন।

পেস বোলিং বিভাগে থাকছেন পাঁচজন বোলার। যার মধ্যে একজন অলরাউন্ডার হিসাবে সাইফুদ্দিন থাকছেন। বাকি চারজন হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। সাইফুদ্দিন দলের প্রয়োজনে বাড়তি সুবিধা দিবেন মনে করা হচ্ছে।

এখন একটি মাত্র পজিশন নিয়ে সংশয় তা হলো উইকেট কিপার ব্যাটসম্যান। এখানে দুই প্রতিদ্বন্দ্বী নুরুল হাসান সোহান ও মাহিদুল হাসান অঙ্কন। তবে নুরুল হাসান সোহানের চান্স পাওয়ার সম্ভবনা বেশি থাকার কথা।

নুরুল হাসান সোহানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন

তাসকিন আহমেদের পরিচয় বাড়ি কোথায় ও বোলিং পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন

তানজিদ হাসান তামিম এর পরিচয় এবং ব্যাটিং পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন

সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াড

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হাসান ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, মাহিদুল হাসান অঙ্কন, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

1 thought on “এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ”

Leave a Comment