মিচেল স্টার্ক এর পরিচয় এবং বোলিং পরিসংখ্যান

আজ আমরা জানব মিচেল স্টার্ক এর পরিচয় এবং বোলিং পরিসংখ্যান। মিচেল স্টার্ক একজন অস্ট্রেলিয়ান বোলার। মিচেল স্টার্ক ৩০ জানুয়ারি ১৯৯০ সালে জন্মগ্রহন করেন। তিনি সাউথ ওয়েলস থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে উঠে এসেছেন। তিনি একজন বামহাতি ফাস্ট বোলার।

মিচেল স্টার্ক এর পরিচয়

মিচেল স্টার্ক একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। মিচেল স্টার্ক একজন বামহাতি ফাস্ট বোলার। তিনি টেস্ট ও একদিনের ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন কিন্তু তার শুরুর ক্যারিয়ার আঘাতের কারনে ব্যাহত হয়। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ জুড়ে ভালো পারফর্মেন্স করেন এবং দলকে বিশ্বকাপ এনে দেন। তিনি ২০১৫ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হন।

২০১৯ সালের বিশ্বকাপে তিনি সবচেয়ে বেশি উইকেট শিকার করেন এবং টুর্নামেন্টে এক সংরক্ষণে সর্বাধিক উইকেট নিয়ে সর্বকালের সেরা রেকর্ড গড়েন। মিচেল স্টার্ক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বোলার হিসাবে ১৫০ ও ২০০ উইকেট লাভ করেন ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট শিকার করেন মাত্র ১৯ টি বিশ্বকাপের ম্যাচ খেলে। মিচেল স্টার্ক দুরন্ত গতিতে বল করার জন্য বিখ্যাত। তিনি টেস্ট ম্যাচে ১৬০.৪ কিমি/ ঘণ্টা ( টেস্ট ম্যাচে) রেকর্ড। মিচেল স্টার্ক ১ ডিসেম্বর ২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হন। ২০১০ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হন মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক ২০১২ সালের ৭ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে টি- টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হন।

মিচেল স্টার্ক এর বোলিং

মিচেল স্টার্ক একজন অস্ট্রেলিয়ান বোলার। তিনি একজন বাহাতি বোলার। তিনি তার বোলিং এর জন্য বিশ্বে পরিচিত। তিনি তার দুরন্ত বলিং এর জন্য সেরা। তিনি টেস্টে ক্রিকেটে ১৬০ কিমি/ ঘণ্টা বোলিং করেন। মিচেল স্টার্ক তিন ফরম্যাটে অভিষেক হয়েছেন। অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটেই মিচেল স্টার্ক খেলে থাকেন।

মিচেল স্টার্ক এর বোলিং পরিসংখ্যান

ফরম্যাট ম্যাচ ইনিংস উইকেট সর্বোচ্চইকোনমি
টেস্ট ১০০১৯২৪০২৬/৯৩.৪১
ওয়ানডে১২৮১২৮২৪৫৬/২৮৫.২৫
টি- টুয়েন্টি৬৫৬৫৭৯৪/২০৭.৭৪

মিচেল স্টার্ক এর আইপিএল ক্যারিয়ার

মিচেল স্টার্ক ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে আইপিএল খেলেন। ২০১৫ সালে আবারো তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে আইপিএল খেলেন।মিচেল স্টার্ক ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএল খেলেন।মিচেল স্টার্ক ২০২৫ সালে দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলেন।

আরও জানুন

সাইফ হাসানের পরিচয় বাড়ি কোথায় ও ব্যাটিং পরিসংখ্যান

নাসুম আহমেদের পরিচয় বাড়ি কোথায় ও বোলিং পরিসংখ্যান

লিটন কুমার দাস এর বাড়ি কোথায় পরিসংখ্যানসহ আরো অজানা বিষয়

মিচেল স্টার্ক এর আইপিএল পরিসংখ্যান

বছর দলম্যাচ উইকেট সর্বোচ্চইকোনমি
২০১৪রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু১৪১৪২/২১৭.৪৯
২০১৫রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু১৩২০৪/১৫৬.৭৬
২০২৪কলকাতা নাইট রাইডার্স১৪১৭৪/৩৩১০.৬১
২০২৫দিল্লি ক্যাপিটালস১১১৪৫/৩৫১০.১৬

মিচেল স্টার্ক এর অজানা বিষয়

মিচেল স্টার্ক একজন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। ৩০ জানুয়ারি ১৯৯০ সালে সাউথ ওয়েলসে জন্ম গ্রহন করেন। মিচেল স্টার্ক এর জার্সি নাম্বার ৫৬। মিচেল স্টার্ক স্লোভেনীয় বংশোদ্ভূত। মিচেল স্টার্ক অলিম্পিক হাই জাম্পার ব্র্যান্ডন স্টার্কের বড় ভাই। মিচেল স্টার্ক ২০১৫ সালে  অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালিসা হিলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মিচেল স্টার্ক লম্বায় ৬ ফুট ৬ ইঞ্চি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম মিচেল স্টার্ক। তিনি তার বোলিং এর মাধ্যমে যেকোনো ম্যাচ এর মোর ঘুরিয়ে দিতে পারেন।

1 thought on “মিচেল স্টার্ক এর পরিচয় এবং বোলিং পরিসংখ্যান”

Leave a Comment