তৌহিদ হৃদয় পরিচয় বাড়ি কোথায় এবং সকল পরিসংখ্যান

তৌহিদ হৃদয় বাংলাদেশের একজন ক্রিকেটার। তিনি ২০২৩ সাল থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তৌহিদ হৃদয় বাংলাদেশের বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য।তৌহিদ হৃদয় বাংলাদেশের দলের একজন অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

তৌহিদ হৃদয় বাংলাদেশ দলের হয়ে মিডল অর্ডার এ বাটিং করে থাকেন।আজ আমরা জানব তৌহিদ হৃদয় এর উচ্চতা সকল ব্যাটিং পরিসংখ্যান সকল ধরনের ক্রিকেটে র‍্যাঙ্কিং পারিবারিক এবং বৈবাহিক বিষয় সম্পর্কে।

তৌহিদ হৃদয় এর পরিচয়

তৌহিদ হৃদয় বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন। ২০২০ সালে বাংলাদেশের হয়ে এই গৌরব অর্জন করেন। সেখান থেকেই বাংলাদেশের ক্রিকেট এর নির্ভরযোগ্য খেলোয়াড় হওয়া শুরু।

তৌহিদ হৃদয় বগুড়া তে জন্মগ্রণ করলেও রাজশাহী বিভাগ থেকে তৌহিদ হৃদয় প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। তৌহিদ হৃদয় ২০১৮ নিউজিল্যান্ড এ অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলে জায়গা পান। ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এ সেবার বাংলাদেশ তেমন কিছু না করতে পারলেও তৌহিদ হৃদয়কে বাংলাদেশ চিনে রাখে। ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এ তিনি আবারো জায়গা পান। দেশকে সর্বোচ্চ সম্মান এনে দেন। সেবার বাংলাদেশ ভারত কে হারিয়ে প্রথমবারের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

তৌহিদ হৃদয় সেবার দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন। চোখে চোখ রেখে লড়েন তারা।বিশ্বকাপ জয় করে আর পিছনে তাকাতে হয়নি তৌহিদ হৃদয়কে। তিনি বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে গেছেন। দলের জন্য প্রতি মাচে দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন।

তৌহিদ হৃদয় এর বাড়ি কোথায়

তৌহিদ হৃদয় বগুড়া জেলা থেকে উঠে এসেছেন।তৌহিদ হৃদয় এর গ্রামের বাড়ি গাবতলী উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়নের নাংলু গ্রামে। সেখান থেকেই তিনি প্রথম ক্রিকেটার হওয়ার বড় স্বপ্ন দেখেন।

রিশাদ হোসেনের বাড়ি কোথায় তার উচ্চতা এবং ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান দেখতে ক্লিক করুণ

তৌহিদ হৃদয় এর বয়স কত

তৌহিদ হৃদয় ২০০০ সালের ৪ ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তৌহিদ হৃদয় এর বর্তমান বয়স ২৪ বছর।

তৌহিদ হৃদয় কি বিবাহিত

তৌহিদ হৃদয় বিবাহ করেন নি।

তৌহিদ হৃদয় ব্যাটিং

তৌহিদ হৃদয় একজন ডান-হাতি ব্যাটসম্যান। তৌহিদ হৃদয় বাংলাদেশের হয়ে টপ অর্ডার এ বাটিং করে থাকেন। তিনি বাংলাদেশের টপ অর্ডার অন্যতম নির্ভরযোগ্য খেলোয়ার।তিনি অনেক ভালো পাওয়ার হিটিং করতে পারেন।যা দ্রুত রান তুলতে তাকে অনেক সাহায্য করে থাকেন।

বিপিএল ( বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) এ তৌহিদ হৃদয় ৫টি সিজনে অংশ নিয়েছেন। ৫টি সিজনে তিনি ৩ দলের হয়ে খেলেছেন। বিপিএল ( বাংলাদেশ প্রিমিয়ার লীগ ) এর শিরোপাও ছুয়ে দেখেছেন এই তরুণ খেলোয়াড়।

তৌহিদ হৃদয় ব্যাটিং পরিসংখ্যান

ফরম্যাটম্যাচইনিংসরানসর্বোচ্চএভারেজস্টাইক রেট৫০১০০
ওয়ানডে৩৫৩১৯৮৪১০০৩৫.১৪৮২.৫৫
টি-টুয়েন্টি
৩২২৯৬৮৪৬৩*২৮.৫০১২৯.০৫

তৌহিদ হৃদয় এর এখনো টেস্ট এ অভিষেক হয়নি।

তৌহিদ হৃদয় এর বিপিএল ইতিহাস

তৌহিদ হৃদয় বিপিএল ২০১৮-১৯ থেকে বিপিএল এ অংশগ্রহণ করে আসছেন। তৌহিদ হৃদয় ৫টি সিজনে ৩টি দলের প্রতিনিধিত্ব করেছেন। শেষ বিপিএল এ তিনি বরিশালের হয়ে খেলেন এবং চাম্পিয়নের স্বাদ পান।তিনি ২ টি সিজন বরিশালের হয়ে ২ টি সিজন কুমিল্লার হয়ে এবং ১টি সিজন সিলেটের হয়ে অংশগ্রহণ করেন।

তৌহিদ হৃদয় বিপিএল ৫টি সিজনে মোট ১৩২১ রান করেছেন। ২০২৩-২৪ বিপিএল এ তিনি ছিলেন দুর্দান্ত । ১৪ মাচে ৪৬২ রান করেন।

তৌহিদ হৃদয় এর বিপিএল পরিসংখ্যান

বছরদলম্যাচরানসর্বোচ্চএভারেজস্টাইক রেট৫০১০০
২০১৮-১৯সিলেট৩৩.৩৩
২০২১-২২বরিশাল ১১১৩৬৩১*১৭.০০৯৭.৩৪
২০২২-২৩সিলেট১৩৪০৩৮৫*৩৬.৬৩১৪০.৪১
২০২৩-২৪কুমিল্লা১৪৪৬২১০৮*৩৮.৫০১৪৯.৫১
২০২৪-২৫বরিশাল১৪৩১২৮২*২৬.০০১৩০.০০

তৌহিদ হৃদয় এর অজানা বিষয়

তৌহিদ হৃদয় বাংলাদেশের একজন তরুণ ক্রিকেটার। বাংলাদেশ ব্যাটিং এ তিনি দিনে দিনে নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠছেন।তৌহিদ হৃদয় বাংলাদেশ হয়ে খুব কম সময়েই ব্যাটিং এ সফলতার মুখ দেখেছেন।শুধু ব্যাটিং নয় দলের প্রয়োজনে বোলিং ও করতে পারেন।

তৌহিদ হৃদয় শুধু দেশে নয় বাহিরের লীগ ও খেলেছেন। তিনি শ্রীলঙ্কার এলপিএল ( লঙ্কা প্রিমিয়ার লীগ ) ও খেলছেন। ২০২৩ এবং ২০২৪ সিজনে তিনি দুটি ভিন্ন দলের এলপিএল মাতান। দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তৌহিদ হৃদয়।ম্যাচ জয়ের মত ইনিংস ও উপহার দেন তৌহিদ হৃদয়।

তৌহিদ হৃদয় বাংলাদেশ কে অনেক দূর পর্যন্ত প্রতিনিধিত্ব করবেন এই বিশ্বাস করেন বাংলাদেশের প্রতিটি ক্রিকেট প্রেমী।তিনি বাংলাদেশের হয়ে একদিন বিশ্বজয় করবেন এই স্বপ্ন দেখেন সকল ক্রিকেট অনুরাগী।


1 thought on “তৌহিদ হৃদয় পরিচয় বাড়ি কোথায় এবং সকল পরিসংখ্যান”

Leave a Comment